
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মেসার্স মা মটরস এর শো-রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শিশু হাসপাতালের সামনে মেসার্স মা মটরস এর প্রোপ্রাইটর মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শো-রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘মেসার্স মা মটরস’র শো-রুমের প্রোপ্রাইটর মো. জিল্লুর রহমান একজন সদা হাস্যোজ¦ল মানুষ। তার সততা কঠোর প্রচেষ্টায় তিনি আজ সফল ব্যবসায়ী হয়েছেন। এসময় তিনি মেসার্স মা মটরস’র উন্নতি ও সফলতা কামনা করেন।’ মেসার্স মা মটরস এর শো-রুমে যে কোন পুরাতন মটরসাইকেল দিয়ে টিভিএস কোম্পানীর মটরসাইকেল নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, নির্বাহী সদস্য নাজমুল আসিফ মুন্নী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, শ্রমিক নেতা শফি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল ইসলাম।