ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডুর বিরুদ্ধে ভুয়া ব্যাংক একাউন্ট খুলে ঠিকাদারের সাড়ে চৌদ্দ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ওই ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর কাছে বার বার ধর্ণা দিয়েও প্রতিকার না পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট ২৬ নভেম্বর লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার আশাশুনি উপজেলায় মেসার্স হাসেমী কন্সট্রাকশন কর্তৃক GSIDP প্রকল্পের আওয়ায় বড়দল বাজার জামে মসজিদের উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। যার চুক্তি মূল্য ছিলো ১৪ লক্ষ ৪৭ হাজার ৯শ ৭০ টাকা। বাস্তবায়ন শেষে যথা নিয়মেই ঠিকাদার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বরাবর প্রথম ও চুড়ান্ত বিলের আবেদন জমা দেয়। আবেদনের প্রেক্ষিতে আশাশুনি উপজেলা প্রকৌশলীকে কাজ পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি। নির্দেশ মোতাবেক আশাশুনির উপজেলা প্রকৌশলী বিল প্রস্তুত করে জেলা অফিসে প্রেরণ করেন। জেলা অফিস উক্ত বিল প্রস্তুত করে ঠিকাদারকে চেক প্রদান না করে ভূয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কাজের বিল না পেয়ে ঠিকাদার প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।