প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০১৯, ১২:০৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন স্বাস্থ্য অধিদপ্তদপ্তর মহাখালীর পরিচালক (অবসরপ্রাপ্ত) ডা. সুবোধ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক রওশান আরা জামান, ডিপিইও মো. রুহুল আমিন,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি। এসময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাতক্ষীরা সব দিক থেকে এগিয়ে আছে। সাতক্ষীরার উন্নতিতে সকলের সহযোগিতা দরকার।স্বাস্থ্য বিভাগ তথা সিভিল সার্জন অফিস চমৎকার কাজ করছে। এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন হবে শিশু হাসপাতাল সাতক্ষীরায়। মুজিব বর্ষ উপলক্ষে এটি হবে অন্যতম কাজ।এই কর্মসূচী সুস্থ্য জাতী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.