
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বারসহ সাহেব আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক সাহেব আলী সাদরের বাঁশদাহ ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত সহর আলীর পুত্র।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৮ ডিসেম্বর’২১) সীমান্ত এলাকা সদরের কুশখালী ইউনিয়নের ছয়কুরো নামক স্থানে বৈকারী বিওপি’র টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ সাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ৩০ ভরি ওজনের ০৩টি স্বর্ণের বারসহ সাহেব আলীকে আটক করেন। এসময় চোরাচালানের সাথে জড়িত কুশখালী গ্রামের দ্বীনোবন্ধু সরকারের পুত্র সুব্রত কুমার সরকার (৩২) পালিয়ে যায়। আটক স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা করার কার্যμম চলমান রয়েছে বলে জানান তিনি।