
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার দায়ে সাতক্ষীরার দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক এবং জাতীয়তাবাদী তাঁতী দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল আলম বাবুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।