
নিজস্ব প্রতিবেদক: গোপনে ব্যাংকে বাড়ীসহ জমি বন্ধক রেখে ঋন নিয়ে কৌশলে পুনরায় সেই বাড়ীসহ জমি বিক্রয়ের নামে এক প্রতারক ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারকের নাম সুব্রত বিশ্বাস (৪১)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্বপাড়া গ্রামের বৈদ্যনাথের পুত্র।
জানা যায়, সাতক্ষীরা সুলতানপুর মৌজার ১০৮, ১০৯ ও ১১৫ নং এস.এ খতিয়ানের ১৭৪, ১৭৫ নং দাগের জমি হতে উদ্ভুত ২২৭ নং আর.এস খতিয়ানের ৪১৭ নং দাগের ৬.৬০ শতক জমিসহ একটি বাড়ী বিক্রয়ের জন্য সুব্রত বিশ্বাসের সাথে খুলনা জেলার বটিয়াঘাটা থানার আদিলুজ্জামান সড়কের মোহাম্মাদ নগর পূর্বপাড়ার মোঃ আঃ রশিদ মোল্লার পুত্র জিয়াউল হক (৩৬) এর মৌখিক চুক্তিবদ্ধ হয়। এসবের ভিত্তিতে সুব্রত বিশ্বাস জিয়াউল হকের বাড়ীতে গিয়ে গত ইং ৩০/০৭/১৯ তারিখে ৫০ লাখ টাকা গ্রহন করে এবং টাকার নিরাপত্তা হিসেবে সুব্রত বিশ্বাস তার নিজ নামীয় পূবালী ব্যাংক, সাতক্ষীরা শাখার একটি চেক প্রদান করে।
পরবর্তীতে খোঁজ নিয়ে জিয়াউল হক জানতে পারে সুব্রত বিশ্বাস গত ইং ১০/০৬/১৮ তারিখে জমিসহ ওই বাড়ী রেজিষ্ট্রি বন্ধক রেখে পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে ৩৫ লাখ টাকা ঋন গ্রহন করেছে।
এরপর জিয়াউল হক ধুরন্ধর প্রতারক সুব্রত বিশ্বাসের কাছে টাকা ফেরত চাইলে নানান তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে।
একপর্যায়ে কোন উপায়ন্তর না পেয়ে জিয়াউল হক চেক ডিজঅনার করে খুলনার সোনাডাঙ্গা থানার নালিশী মামলার আমলী আদালতে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-সি,আর ৫৮৪/১৯, তাং ০৭/১০/১৯ ইং। এই মামলায় হাজিরা না দিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
সুব্রত বিশ্বাসের সাতক্ষীরা শহরের শহীদ কাজল স্মরণীতে অটো পয়েন্ট নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
জিয়াউল হক জানায়, সুব্রত বিশ্বাস প্রতারণার মাধ্যমে মানুষ ঠকিয়ে কোটি টাকার উপরে হাতিয়ে নিয়েছে। এসব টাকা সে ভারতে পাচার করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। পালিয়ে থেকে সে তার সম্পদ বিক্রি করে ভারতে পাড়ি জমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে।
এ ব্যাপারে একাধিক মাধ্যমে সুব্রত বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।