মাসুদুর রহমান মাসুদ: 'নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’।“নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব”।‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- স্লোগানকে সামনে রেখেসারা দেশে পাঠ্য পুস্তক দিবস ২০২০ অনুষ্ঠিত হয়েছে।বুধবার নতুন বছরের প্রথম দিনে যখন কুয়াশামাখা, শিশির স্নিগ্ধ সোনালি সকালের আগমন ঘটে, তখন থেকেই শীতের মিষ্টি রোদের হাল্কা আঁচ নিতে নিতে যেন প্রস্ফুটিত হয়ে উঠেছিল শত-সহস্র মুকুল। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের লাখ-লাখ শিক্ষার্থীদেরনিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ।১ জানুয়ারী বুধবার সারা দেশে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেয়েছে নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠেছে।
বর্ণিল এই বই উৎসবে এ বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিনামূল্যে তুলে দেবার পরিকল্পনা ছিল সরকাররের। নতুন বই হাতে পেতে বুধবার সকাল থেকে বিদ্যালয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তুলে দেয়া হয় বিনামূল্যের বই। নতুন বই হাতে উচ্ছ্বা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ২০১০ সাল থেকে শুরু হয়েছে এ বই উৎসব। সূত্র মতে,প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ৭৪৭ জন। জানা গেছে, প্রাক-প্রাথমিক পর্যায়ে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি, প্রাথমিক পর্যায়ে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি, মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে ২৪ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৮৩৪টি বই। এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে ২ লাখ ৩০ হাজার ১০৩টি বই। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল বই বিতরণ হওয়ার কথা ৯ হাজার ৫০৪টি।
নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় “পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২০” পালিত হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে জেলার চাহিদা অনুযায়ী ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিচ বই এবং চাহিদা অনুযায়ী জেলায় প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিচ বই বিতরন করা হয়েছে। এদিকে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।
দৈনিক সাতনদীর বিভিন্ন প্রতিনিধি/ সংবাদদাতোদের পাঠানো তথ্যের আলোকে জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।
সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়:
আমাদের মফস্বল বার্তা সম্পাদক এম আর মিঠু’র সংগৃহীত তথ্য মতে,বুধবার সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা দেবাশীষ চোৗধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। এরপর, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়:
আমাদের নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ এর পাঠানো তথ্য মতে, বুধবার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘২০২০ সাল বাঙালী জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবে কার এ বছরে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত হবে। বিশে^র বুকে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে বছরের শুরুতে সকল শিক্ষার্থীর হাতে বিনামূলে নতুন বই তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু বাংলাদেশ নয় বহিঃবিশে^ বঙ্গবন্ধুকে নিয়ে নন্দিত আলোচনা করা হয়। বঙ্গবন্ধু বাঙালী জাতির অহংকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা থাকতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা বানু, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল আনিছ খান চৌধুরী বকুল প্রমুখ। এসময় ৩শ’৭৭ জন কোমলমতি শিশু শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনজু সরকার।
সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুল:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে বই উৎসব উদযাপন করা হয়েছে। পয়লা জানুয়ারি সকাল ৯টায় স্কুলের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। স্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ, শেখ ফিরোজ আহমেদ, স্কুলের সহকারী শিক্ষক হিরালাল, দুলাল চন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক আফজাল হোসেন।
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল :
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,বুধবার (০১ জানুয়ারী) সকালে সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে হবে।’ বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান জুয়েল, ফাহমিদা জামান, রাজমিতা মন্ডল, তহমিনা আক্তার সুমি, কামরুজ্জামান, ইশারাত আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরা এ করিম বালিকা উচ্চ বিদ্যালয়:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,বুধবার (০১ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেতারা আক্তার বানু, সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন, রেহেনা জেসমিন, মো. হাবিবুর রহমান, মাওলানা মো. মিজানুর রহমান, মো. জুলফিকার আলী, নিত্যানন্দ সরকার প্রমুখ। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। ৩শ’৫০ জন শিক্ষার্থী নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় মেতে উঠলো।
সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,০১ জানুয়ারী দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী সিরাজুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মো. মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মোমীন আলী, আব্দুল করিম, আমিনুর রহমান প্রমুখ। এসময় মাদাসার শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দউপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া।
সাতক্ষীরা সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউআরসি সদর মো. আবু তাহের। বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক ড. নিমাই মন্ডল, সহকারি ইন্সট্রাক্টর মো. ইয়াছিন আলী, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফি উদ্দিন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার প্রমুখ। এসময় ৪শ’৫০ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যাণার্জী।
সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজ:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজে রঙিন বই উৎসব বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে রাশিদা স্কুল এ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সামছুউদ্দীন গজনবী বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রাশিদা স্কুল এ্যান্ড কলেজের পরিচালক বাপি স্যার প্রমুখ। এসময় ৪শ’ কোমলমতি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক সেলি।
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুল:
শহর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধিহাসানউল্লাহজানায়,শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা মর্নিং সান প্রি - ক্যাডেট স্কুলে বই উৎসব উদযাপন করা হয়েছে। পয়লা জানুয়ারি সকাল ১১ টায় স্কুলের হলরুমে প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা মীর মহি আলম। এ সময় স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক সৌমিতা অধিকারী।
পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিও গণশিক্ষা কেন্দ্র:
আমাদের অফিসে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দিরে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন সহকারি প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি শ্রী বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ। এসময় উপস্থিত ছিলেন সুপারভাইজার সঞ্জয় সরকার, কম্পিউটার অপারেটর দীনেশ বিশ^াস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিন্টু হালদার।
সাতক্ষীরা সদর উপজেলা:
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়: আমাদের শিবপুর( সাতক্ষীরা সদর) প্রতিনিধি সরদার আবু সাইদ জানায়, শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (মানি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রনজিত সরকার। বিদ্যালয়ের এস,এম,সি কমিটির সদস্য, প্রকাশ সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ আদম আলী, ডাঃ সুকুমার সরকার, পূষ্ রাণী। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার শর্মা।
পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা:
আমাদের শিবপুর( সাতক্ষীরা সদর) প্রতিনিধিআর জানায়, সদর উপজেলার পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় বুধবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণী ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোঃ সাইদুর রহমান। নতুন বই হাতে পেয়ে কেউবা পাতা উল্টান, আবার কেউবা দেখে ছবি। সবার চোখে মুখে আনন্দের সীমা নেই। নতুন বই বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মেতে উঠে ‘বই উৎসবে’। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিংড়ী ইউনিয়ন:
আমাদের ফিংড়ী প্রতিনিধি শেখ রিপজা হোসেন জানায়, নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে বই বিতরন করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত সারাদেশের বিদ্যালয় শিক্ষার্থীরা।প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার (১জানুয়ারি)শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ২০২০ সালের বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজে বই বিতরন কালে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বাবু সুনিল কুমার শানা,সহকারি শিক্ষক ওমর ফারুক,অতনু মিত্র, ইলিয়াজ কবির,সোয়ায়েব হোসেন (দুদু), রেহেনা খাতুন, সহ অভিভাবক বৃন্দ।
কলারোয়ায় উপজেলা:
কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়:
আমাদের কলারোয়া প্রতিনিধি কামররুল হাসান জানায়, কলারোয়ায় বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ সারা বিশ্বে সম্ভবত এই প্রথম। বই বিতরণের এই ধারাবাহিক কর্মসূচি ইতোমধ্যে এক নজিরবিহীন বই উৎসবে পরিণত হয়েছে।কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। স্কুলের হলরুমে বুধবার বেলা সাড়ে ১১ টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত)সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন সভাপতিত্ব করেন। প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুর রব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
কলারোয়া বেত্রবতী হাইস্কুল:
আমাদের কলারোয়া প্রতিনিধি আরও জানায়প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বই উৎসব দিবসে 'নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ১ জানুয়ারি বুধবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল জব্বার। অনুষ্ঠানের শুরুত স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবক মহিউদ্দীন বাবুল। অনুুুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, নূর জাহান, আসমা খাতুনসহ সকল শিক্ষক, অভিভাবক ও সুধিজন।
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র:
কলারোয়া থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানায়,ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে ‘বই উৎসব ২০২০’ উদ্বোধন করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকতার হোসেন। ১জানুয়ারী বুধবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ বই বিতরণ উৎসব পালন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২০ শিক্ষাবর্ষের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-প্রধান শিক্ষক মুজিবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার শামসুর রহমান, মহিদুল ইসলাম, এরশাদ আলী, আ. মুকিম, হাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আসাদুজ্জামান।
কালিগঞ্জ উপজেলা:
চৌমুহনী ডিগ্রী মাদ্রাসা:আমাদের কৃষ্ণনগর (কালিগঞ্জ)প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক জানায়,কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২০ সালের ১লা জানুয়ারি বই দিবস পালিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার হল রুমে আরবী প্রভাষক মাওঃ শহীদুল্যাহর সঞ্চালনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার। সভাপতির স্বাগত বক্তব্যের পর বক্তব্য প্রদান করেন স্বাধীনতার সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা শামসুর রাহমান ও মুক্তিযোদ্ধা শেখ আঃ রশীদ। এরপর ছাত্র ছাত্রীদের মাঝে ২০২০ সালের নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মাওঃ মিজানুর রহমান, বাংলা প্রভাষক ও দৈনিক সারসা বার্তার কালিগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুল আমিন,ইংরেজি প্রভাষক জুবাইর ইসলাম, জুনিয়ার শিক্ষক শিরিনা পারভীন,ক্বারী মোবারক হোসেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক।
দেবহাটায় উপজেলা:
দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান:আমাদের দেবহাটা ব্যুরো মোমিনুর রহমান জানায়, দেবহাটায় বছরের প্রথম দিনেই বই উৎসবের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নতুন বই হাতে পেয়েছেন সরকারী, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও ভোকেশনাল মিলিয়ে ১০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শেনী থেকে নবম শ্রেনীতে অধ্যায়নরত কোমলমতি শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় সারা দেশের সাথে মিল রেখে প্রথমে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরে দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশন এর শিক্ষার্থীদের মাঝে ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, প্রধান শিক্ষক অনুপ কুমার, বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গৌর চন্দ্র ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। নওয়াপাড়া ইউনিয়নেরহাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়: এ বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সখিপুর ইউনিয়নেরসখিপুর মাধ্যমিক বিদ্যালয় ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বই উৎসবের উদ্বোধন করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কুলিয়া ইউনিয়নের স্যার আনসার আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেবহাটা সদর ইউনিয়নে ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী। এছাড়াও উপজেলার পারুলিয়াতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুল সহ দুটি প্রতিবন্ধী স্কুলেও বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এসময় প্রতিবন্ধী স্কুলের পরিচালক রিয়াজুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগে এবছর বই উৎসবের মধ্য দিয়ে দেবহাটার সরকারী, বেসরকারী মিলিয়ে প্রাথমিক পর্যায়ের ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি মাদরাসা, ৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও ৪ টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই পৌছে গেছে নতুন বই।
পারুলিয়াজেলিয়াপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়:
দেবহাটা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি লিটন ঘোষ বাপি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বই উৎসব দিবসে 'নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ১ জানুয়ারি বুধবার পারুলিয়া জেলিয়াপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রিয়াংকা রাণীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য যুবলীগ নেতা শেখ তাইজুল ইসলাম (তাজু),দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, পিটিএ কমিটির সভাপতি বিকাশ মন্ডল, মাদার্সফোরামের সমন্বয়ক প্রনতি রপ্তানি, সকল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক ও এলাকার সুধীজন ।
দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়:
আমাদের দেবহাটা প্রতিনিধি ইয়াছিন আলী জানায়,দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ছাত্র-ছাত্রীদেরকে বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। পরে দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলে এই বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মদস মোহন পাল। স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, শিক্ষক সিদ্দিক আহম্মেদ মিঠু, শিক্ষক গৌর চন্দ্র পাল ও অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন উৎসব উদ্বোধন করেন।
তালা উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান:
আমাদের তালা প্রতিনিধিআকবর হোসেন জানায়, সারা দেশের ন্যায় তালা উপজেলার ০১লা জানুয়ারী ২০২০ সালে বিদে সরকারী উচ্চ বিদ্যালয়, তালা শহীদ আলী আহম্মেদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব পালিত হয়েছে।সকালে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব, এর পরে শহীদ আলী আহম্মেদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, তালা মডেল উচ্চ বিদ্যালয়, তালা পাবলিক হাইস্কুল সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন উৎসব পালিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার প্রভাস কুমার দাশ, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ আকবর হোসেন,তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংসু কুমার সরকার এবং গার্লস স্কুলের সহকারী শিক্ষক বদরুজ্জামান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বিদে স্কুলের প্রধান শিক্ষক রজিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক গেীরপদ নন্দী, মহিনুর ইসলাম, আবুল হোসেন, তহমিনা শিরিন মোহাম্মদ আলী,শহীদ আলী আহম্মেদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সিনিয়র শিক্ষক এবিএম সাইফুদ্দীন ইয়াহিয়া, সহকারী শিক্ষক নবকৃষ্ণ মন্ডল, শফিকুল ইসলাম, মোমতাহিনা মুক্তি, বিশ্বজিত কুমার গুহ, মাধ্যমিক অফিসের অফিস সহকারী ওসমানসহ সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে বই উৎসরের উদ্বোধন করা হয়।
আশাশুনি উপজেলা:
আমাদের আশাশুনি প্রতিনিধিসচ্চিদানন্দদেসদয় জানায়, আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই দিবস পালিত হয়েছে।
আশাশুনি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়:আশাশুনি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২০-এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আসিফ ইকবালের পরিচালনায়ও প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যানদ্বয় অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এসআই পিযূষ কান্তি ঘোষ প্রমুখ।
আশাশুনি বালিকা বিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় স্কুল হলরুমে বই বিতরণ পূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি ঢালী সামছুল আলম। সহকারি শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল আহসান, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, শিক্ষক অমল কৃষ্ণ সরকার, আবুল ফজল পলাশ প্রমুখ।
আশাাশুনি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়:সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মীর আলিফ রেজা। প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, রবিউল ইসলাম, শাহজান আলী, সেলিম হোসেন, ইদ্রিস আলী, ইউআরসি ইন্সেট্রাকটর ঈমান আলী প্রমুখ।
আশাশুনি আলিয়া মাদ্রাসা: সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মীর আলিফ রেজা। ম্যানেজিং কমিটির সভাপতি শাহজান আলীর সভাপতিত্বে ও শিক্ষক মুজাহিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার আবুল হাসান, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, শিক্ষক আবুল কালাম আযাদ বুলবুল প্রমুখ।
আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল:সকাল ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হায়দার লালু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক জগন্ময় মিস্ত্রী, কাকলী বালা বাইন প্রমুখ।
এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসব পালন করা খবর পাওয়া গেছে।
শ্যামনগর উপজেলা:
আমাদের শ্যামনগর ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম জানায়, ১লা জানুয়ারী ২০২০ সারাদেশে চলছে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। নতুন বছরের প্রথম দিনে বুধবার সকাল থেকে দেশের সব স্কুলে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখে দেশজুড়ে বই বিতরণের মাধ্যমে পালন করা হয় বই উৎসব। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা-০৪ আসনের এলাকার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎস উদ্বোধন করেন জগলুল হায়দার এমপি।
হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সকাল ১০.০০টায় শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।সকাল ১০.৩০ টায় নকিপুর হরিচরন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন এবং সকাল ১১.০০টায় শ্যামনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় এমপি জগলুল হায়দার বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শিক্ষার কোন বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। দেশেকে এগিয়ে নিতে সরকারের বড় কাজ শিক্ষা। সেকারণে প্রতিবছর সরকার শিক্ষাক্ষাতে রেকর্ড পরিমান বরাদ্দ দিচ্ছে। সরকার ২৬ হাজার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১লাখ ৪ হাজার শিক্ষককে সরকারি আওতায় নিয়ে এসেছে। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ জিএম আকবর কবির, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ নাজমুল হুদা।
গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়:
আমাদের শ্যামনগর প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু জানায়, বুধবার সকালে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসএম ইয়াছমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন। উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অভিভাবক বৃন্দ, সুধীসমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
আমাদের মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি জি,এম,নজরুল ইসলাম জানায়, কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরন উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সভাপতি কাজল কান্তি সদ্দার বই উৎসব অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বই বিতরন উৎসবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা ইন্দ্রানী মন্ডল, শিক্ষক বজলুর রহমান,শিক্ষীকা জাহানারা পারভীন,শিক্ষীকা সুচিত্রা রানী মন্ডল। এছাড়া অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলো।