প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২০, ৪:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ফ্রী সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় ফ্রী সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় বুধবার সকাল ৯টায় ইসলামী ব্যাংক হাসপাতাল কনসালটেন্ট চত্ত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভি. পি ও শাখা প্রধান মুহাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে খাতনা ক্যাম্পে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক ইনচার্জ মোঃ আনোয়ারুল হুসাইন,ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, আমির হোসেন,আক্তারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডাঃ ইমরান হোসেন, ডাঃ আসলাম হোসেন, ইসলামী হাসপাতালের মাকেটিং ইনচাজ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, সহকারী মাকেটিং অফিসার আব্দুল হাকিম, শেখ ফজলুর রহমান। সুন্নতে খাতনা করান সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু সার্জারী ডাঃ আবু সাঈদ শুভ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়নন প্রকল্পের প্রকল্প ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.