
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগে, দুর্ঘটনায় সকল সময় জান-মাল রক্ষায় সেবা দিয়ে আসছে ফায়ার সার্ভিস । জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছে ফায়ারসার্ভিস বিভাগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের সাতক্ষীরা অফিসের উপ পরিচালক জাকির হোসেন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র তাজকিন আহমেদ চিশতি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট লিখন বনিক, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের উপ অধ্যক্ষ গোপাল সরকার ও বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও সাংবাদিক ইয়ারব হোসেন।