প্রধান প্রতিবেদক : ফাঁদে ফেলে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল সানা (৩৪) উপজেলার দোহার গ্রামের ফাজেল সানার ছেলে ও জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তালা থানায় জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের ওই গৃহবধু (২৫) অভিযোগ পত্রে জানান, স্বামী কাজের জন্য যশোর অবস্থান করছিল। আওয়ামী লীগ নেতা কামাল সানা স্বামীর পরিচিত ও আত্নীয়। সেই সুবাদে বাড়িতে যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে সে কুপ্রস্তাব দেয়। গত ৫ অক্টোবর কৌশলে বাড়ির পাশের নদীর ধারে ডেকে নিয়ে যায়। সেখানে নিনিয়ে ঝাপটে ধরে মোবাইলে ছবি ধারণ করে রাখে।
অভিযোগে তিনি আরও জানান, ঘটনাটি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় বাড়িতে এসে জোর পূর্বক ধর্ষন করে। ঘটনাটি কাউকে না জানানোর ভয় দেখায় কামাল সানা। পরবর্তীতে গত বুধবার তার কাছে থাকা অশ্লীল ছবি স্বামীর কাছে পৌঁছে দেয় কামাল সানা। এ ঘটনায় এখন আমার সংসার ভাঙতে বসেছে।
এ বিষয়ে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে দল থেকে বহিষ্কার করা হবে।
এদিকে, ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল জানান, ধর্ষণের অভিযোগে গৃহবধূ থানায় মামলা দিয়েছে। মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত কামাল সানাকে গ্রেফতার করা হয়েছে।