
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় প্রকল্প কর্মীদের কর্মদক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় আমতলাস্থ নবদিগন্ত সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো.বজলুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আক্তারুল আলম। (এনজেএফ) মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো.খালিদ হাসান, মাঠ সংগঠক আফসার উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।