
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ের লক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি অসহায় গরীব দুঃখী মানুষের বন্ধু, দুঃখী মানুষের নেতা, নাসিম ফারুক খান মিঠুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ও সন্ধ্যায় মেয়র প্রার্থী (স্বতন্ত্র) নাসিম ফারুখ খান মিঠু সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢালী পাড়া মোড়ে অবস্থিত বাঁকাল, পি, ডি,এস একতা সংঘ মিলনায়তনে তিনি এ নির্বাচনী পথসভা করেন। পথসভায় বাঁকাল এলাকার সকল শ্রেনীর মানুষ হাজির হন, এসময় তিনি বলেন, অবহেলিত সাতক্ষীরা পৌরসভার সকল নাগরিক অধিকার বাস্তবায়ন করার লক্ষে আগামী ১৪ ফেব্রয়ারি নারিকেল গাছ প্রতিক নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে সাতক্ষীরা পৌরবাসীদের ভালোবাসায় ইনশাআল্লাহ আমি মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করবো। যদি আমি অত্র নির্বাচনে জয়লাভ করতে পারি,তাহলে সাতক্ষীরা পৌর এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, রাস্তা-ঘাটের উন্নয়ন করব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়ন করতে না পারলে জীবনে আর কখনও নির্বাচন করবো না। গতবারের নির্বাচনে আমি ফেল করেছিলাম তার পরেও আপনাদের যে ওয়াদা দিয়েছিলাম সেটি আমি মেয়র না হয়েও রেখেছি। আমি এলাকার সন্তান হিসাবে নির্বাচনে হেরে যাই আর জয়ী হই সেটা ব্যাপার না, আমার কাছে যে কোন কাজে গেলে আমাকে পাশে পাবেন আপনারা। তিনি আরো বলেন, আমি পৌরসভার সাধারণ নাগরিকদের সুখে, দু:খে পূর্বে পাশে ছিলাম, এখনও আছি এবং আগামীতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। নির্বাচনী পথ সভায় স্থানীয় পৌর নাগরিকরা উপস্থিত ছিলেন।