
আলহুসাইন অমি: শোক দিবস উপলক্ষে আজ ১৫ ই আগস্ট সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান ও খাদ্যবিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সাতক্ষীরা পৌর তাঁতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
যথাযথ ভাবগাম্ভির্যর সাথে আজ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালনের জন্য সরকারী ও বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজকের এই দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরার কাশফুল কুরআন মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর তাঁতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল এবং সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ইমন, সদস্য মো : ইসমাইল, জাহিদ আলী, হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা তাঁতী লীগের সহ-সভাপতি জাবেদ হোসেন টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জি এম আলমগীর হোসেন মিঠুসহ আরো অনেকে।
দেয়া অনুষ্ঠান শেষে এতিম শিশু ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।