
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের মুনজিতপুর থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের মুনজিতপুরে অবস্থিত একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে পিচ্চি রাসেল ও মাছখোলার চটপটি ব্যবসায়ী গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মুনজিতপুরে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উক্ত মাদক ও অস্ত্র ১৮/২০দিন ঐ স্থানে রাখা ছিল। কিন্তু তারা সরাতে পারছিল না। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।
একটি সূত্র জানায়, আটক দুই জনই সাবেক ছাত্রলীগ নেতা সাদিকের সহযোগী।