
ইয়ারব হোসেন/আকরামুল ইসলাম: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় একটি পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে কুমিরা কদমতলা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফাতিমা খাতুন কুমিরা নওয়াকাটি গ্রামের ডা: আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মটর সাইকেল চালক নিহতের স্বামী ডাক্তার আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মটরসাইকেল যোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। স্বামী স্ত্রী দুইজন রাস্তায় ছিটকে পড়ে। পিকাআপের ধাক্কায় স্ত্রী ঘটনাস্থলে মারা যান। মারাত্মক আহত স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার ও আহতকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিককে আটক করা সম্ভব হয়নি।