
মাসুদুর রহমান মাসুদ : সাতক্ষীরায় নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৪২ জন। যশোর ও খুলনার ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া নমুনা রিপোর্টে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে কালিগঞ্জ উপজেলার ২ জন, সাতক্ষীরা শহর ও সদরের ১০ জন, কলারোয়া উপজেলার ৬ জন এবং শ্যামনগর উপজেলার ৯ জনের নাম রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য মতে নতুন করে করোনা আক্রান্তরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতার ফজলুর রহমান ও কুশখালির শাহিন।
সাতক্ষীরার সুলতানপুরের আমির হোসেন, সাতক্ষীরা পুলিশ লাইনের গোলাম আজম, কামালনগরের হাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, রাজারবাগানের ফাতেমা, সুলতানপুরের আবুল বাশার, সদরের সিআইডি আনামুল হক ও নাজমা খাতুন, কাটিয়ার ডাঃ নাজিয়া মুজাহিদ এবং খুলনা রোড মোড়ের মাসুমবিল্লাহ।
কলারোয়া উপজেলার মুরারিকাটির আব্দুল মজিদ ও শেখ ইমরান হোসেন, নকিলার আফরোজা বিলকিস, তুলশিডাঙ্গার মামুন ইসলাম, কলারোয়া পৌরসভার মিসেস লিপিয়া খাতুন, দেয়াড়ার আজিজুল ইসলাম।
শ্যামনগর উপজেলার শ্যামনগর সদরের মিজানুর রহমান, মনিরুজ্জামান, রাজু ও চান্নু মিয়া, পিরকাবনের মফিজুর রহমান, বংশিপুরের রমজান আলি ও আব্দুল হান্নান, বাধঘাটার আবু হেনা ও নকিপুরের মনিরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার।
তালিকা দেখুন নীচে :