
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতীর পক্ষে নির্বাচনী প্রচারনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উক্ত সাংবাদিক সম্মেলন ও শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি বলেন, সকল প্রতিকূলতা প্রতিহত করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌর সভার মেয়র নির্বাচনে আগের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কলারোয়া পৌর নির্বাচনে প্রথমে ভালো অবস্থা বিরাজ করলেও পরে খারাপ হয়ে যায়। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। সাতক্ষীরায় যাতে এমন খারাপ অবস্থা না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন বিএনপি প্রার্থীরা বাড়ি থাকতে পারে না। তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলার পর মামলা। পরে তিনি বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতির পক্ষে গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলি, সদস্য সচিব আবদুল আলিম চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা ও মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য শের আলি, খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, শ্রমিকদলের সভাপতি আবদুস সামাদ, জাসাসের সভাপতি এড. এখলেছার আলী বাচ্চু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, যুব দলের সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী শাহীন, ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, সাহাদত হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আনারুল ইসলাম, আব্দুল হামিদ, সরোয়ার হোসেন, হাবলু, শাহীন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জলিল, ইয়াছিন আলী, জহুরুল ইসলাম, প্রভাষক জয়নাল আবেদীন, আশরাফ হোসেন, আব্দুল্লাহ মামুন মধু, ওলিউল হক, মতিনুর রহমান কচি, কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, মহিলা দলনেতা খুরশিদ জাহান শীলা, সালেহা হক কেয়া, যুবদলনেতা কাউন্সিল প্রার্থী সুমন রহমান, ইসমাইল বাবু, মহিদুজ্জামান, পারভেজ সাজ্জাদ, নাসির উদ্দীন, বকুল,শ্রমিক দল নেতা শাহাজান আলী, মিরাজ হোসেন, ছাত্রদলনেতা সোহেল, আইয়ুব হোসেন, মির্জা অর্ঘ, মেহেদী, মনি প্রমুখ।