
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরকারি গেজেটের বিধি লংঘন ও দুর্নীতির মাধ্যমে ব্যক্তি বিশেষকে বিসিক শিল্পনগরীর প্লট বরাদ্দের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোকতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিসিক শিল্প নগরীর বিসমিল্লাহ হ্যাচারীর প্রোপাইটার মোঃ সিরাজুল ইসলাম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, আমি সহ তানজিমা জেসমিন, অজয় কুমার, মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোশরাফ হোসেন বিসিক শিল্পনগরী সাতক্ষীরায় অবস্থিত প্লট নং-এস-১৯ (জমির পরিমান ৫৫০০ বর্গফুট) বরাদ্দ পেতে ২০২০ সালের ২৯ অক্টোবর বিসিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন মোতাবেক সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পৃথকভাবে আবেদন করি। আবেদনের সাথে শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করি এবং বিসিক শিল্পনগরীতে ভূমি বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায় থাকি। কিন্তু ১ আগষ্ট (২০২১) তারিখে বিসিক সাতক্ষীরা জেলা কার্যালয় সূত্রে জানতে পারলাম উল্লেখিত প্লটটি বিসিক প্রধান কার্যালয় থেকে বিধি বর্হিভূত ভাবে বিএম নুরুল ইসলাম রনি, প্রোঃ মেসার্স রনি প্লাইউড ইন্ডাস্টিওজের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত বাংলাদেশ গেজেট, রবিবার জুন ১৩,২০১০ (শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন-তারিখঃ ৫ জৈষ্ঠ্য, ১৪১৭, ইং-১৯ মে, ২০১৭) “বসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নীতিমালা’ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত বিসিক শিল্পনগরীতে ভূমি বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে প্রদানের নিয়ম থাকলেও নুরুল ইসলাম রনির কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে বিসিক চেয়ারম্যান দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি গেজেট লংঘন করে বিসিক প্রধান কার্যালয় থেকে তড়িঘড়ি কওে বরাদ্দ প্রদান করেছেন।
তিনি অভিযোগ করে লেন, বলেন, স্থানীয় বিসিক শিল্পনগরীতে ভূমি বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের পূর্বে প্রক্রিয়াধীন অবস্থায় সরকারি গেজেট অম্যান্য কওে এভাবে প্লট বরাদ্দ প্রদান সম্পূর্ন আইন পরিপন্থি। এখবর বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীগণ জানতে পেরে হতবাক হয়ে পড়েছেন। বিসিক চেয়ারম্যান আর্থিক সুবিধা নিয়ে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে বিধি বর্হিভূতভাবে ব্যবসায়ীদের প্রতি অন্যায় করেছেন।
তিনি উক্ত প্লট বরাদ্দের বিষয়টি সুষ্ট তদন্ত পূর্বক ওই দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।