প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২০, ১:৫৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় দুই ছাত্রের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৩৬
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় আরো দুইজন করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে। দু’জনের বাড়িই সাতক্ষীরা সদর উপজেলায়। এদের একজন গদাঘাটায় এবং অপরজনের বাড়ি দেবনগর গ্রামে। এদের একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ২৫ বছর। দুইজনই ছাত্র।
এব্যাপারে জানতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমারের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। তবে এসপি, সাতক্ষীরা ডিস্ট্রিক ফেসবুক পেইজ থেকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এনিয়ে সাতক্ষীরায় মোট ৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.