প্রধান প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে রহিমা বেগম নামের এক গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি মারা যান।
রহিমা বেগম (৪৩) তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।
মৃতের ছেলে হারুন মোড়ল জানান, পরীক্ষা নিরীক্ষা করলে গত (৪ সেপ্টেম্বর) বুধবার মায়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। সেদিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে ডেঙ্গু জ্বরে মারা গেল মা।
তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রহিমা বেগম ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এরপর তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। খুলনা মেডিকেলে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে রহিমা বেগমের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, তালা ও খলিলনগর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুর কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।