নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান। শনিবার (১৮ জানুয়ারী) রাত আটটায় সাতক্ষীরা শহরের গ্রান্ড সুলতান চাইনিজ পার্টি সেন্টারে উৎসব মূখর পরিবেশে ‘সাত পেরিয়ে আটে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা ও ডিনারের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি ও সাতক্ষীরা আদালতের এজিপি এড. মোঃ ফারুক হোসেন ও বর্ণমালা একাডেমীর কর্ণধার ও সঙ্গীত শিল্পী শামীমা পারভীন রত্না। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমার বার্তা ও ইংরেজি দৈনিক ট্রাইবুন্যালের সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক ইনকিলাবের সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্ছু, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাতনদীর মফস্বল বার্তা সম্পাদক এম. আর মিঠু ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে আনন্দ উল্লাস করে এশিয়ান টিভির জন্মদিনকে প্রাণবন্ত করে তোলেন। সবশেষে উপস্থিত সকলে মিলে ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙ্গা টিভি ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।