
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতন্ডার সময় স্ট্রোক করে মারা গেছে বড় ভাই। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত. ইসহাক আলী মোড়ল (৪৫) যুগিপুকুরিয়া গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার।
নিহতের স্ত্রী তানজিলা ও মেয়ে জানান, একটি ছোট দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে এই দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও বাকবিতন্ডা হয়। হঠাৎ স্বামী ইসহাক মোড়ল ঘরের দরজার কাছে মেয়ের উপর উল্টে পয়ে যায়।
এদিকে, তাৎক্ষনিক ইসহাক আলী মোড়লকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
ঘটনাস্থল থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জাগো নিউজকে বলেন, ছোট ভাই অসীমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মেয়ের উপর উল্টে পড়ে যায় ইসহাক মোড়ল। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। জিজ্ঞাসাবাদে পরিবারের সকল সদস্যরা একই কথা বলছেন। এছাড়া ইসহাকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।