নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। এতে অন্যান্য পেশার মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও। বিশ্ব মহামারির কথা চিন্তা করেই সাতক্ষীরায় শিক্ষার্থীদের সহায়তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য ছাত্রীনিবাসে থাকা সকল শিক্ষার্থীর মাসিক ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরার "শেখ মঞ্জিল " ছাত্রীনিবাসের মালিক, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আরিফুর রহমান আলো। ছাত্রীনিবাসে থাকা প্রায় ত্রিশোর্ধ্ব শিক্ষার্থীর মাসিক ভাড়া অনির্দিষ্টকালের জন্য মওকুফ ঘোষনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ই- মে ) সকালে এ খবর নিশ্চিত করে শেখ আরিফুর রহমান আলো জানান, আমি মধ্যবিত্ত পরিবারে সন্তান। এজন্য মধ্যবিত্ত পরিবারের ছাত্র জীবনের সাথে আমি বিশেষ ভাবে পরিচিত, আর বর্তমান মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু ত্রানসামগ্রী বিতরন করতে গিয়ে মানুষের ভীড় - গনজমায়েত না-বাড়িয়ে আমার নিজের সমার্থ্য ও অবস্থান থেকে ভালো কিছু করার এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
সাবেক এই ছাত্রনেতা আরও জানান যতদিন দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ছাত্রীরা মাসিক ঘর ভাড়া মওকুফের এই সুবিধা পেতে থাকবে।