নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে পৌরসভার অন্তর্ভূক্ত গ্রাম ডাক্তারদের কোভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে পুরাতন সাতক্ষীরাস্থ সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান। প্যাসিফিক ফার্মাসিটিক্যালস ও ফেয়ার ল্যাবের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফফার, সহ-সভাপতি গ্রাম ডাক্তার হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক গ্রাম ডাক্তার অপূর্ব মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম, সদস্য গ্রাম ডাক্তার জামিলুল বাসার, সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার অনির্বাণ সরকারসহ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ। এসময় গ্রাম ডাক্তার মো: রেজাউল ইসলামকে সভাপতি এবং মো: আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।