
নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি মানুষরা হয়ে পড়েছেন অসহায়। খেঁটে খাওয়া মানুষদের ঘরে থাকা খাবার ইতোমধ্যে ফুরিয়ে গেছে। অসহায় ও দুস্থ এসব মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে অবিরাম ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহায় মানুষদের বাড়ি বাড়ি ছুটে চলেছেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহরের এল্লারচর গুচ্ছগ্রামের অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। গুচ্ছগ্রামের ১৬০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাশ তেল, দুই কেজি আলু, লবণ ও একটি সাবান বিতরণ করেন তিনি। খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক, ফিংড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ি থেকে বের হবেন না। আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেব। আপনাদের সুরক্ষার জন্যই সরকার এ নির্দেশনা দিয়েছেন। অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে গেলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ত্রাণ নিয়ে যদি কোন চেয়ারম্যান, মেম্বর বা সরকারি কর্মকর্তা অনিয়ম করে তবে আমাকে জানাবেন। তাৎক্ষণিক তার বিরুদ্ধে দৃষ্টান্তুমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।