প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১ কেজি গাজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ১০ নভেম্বর ভোর সাড়ে ৪ টায় এসআই শাহজালাল এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সাকিনস্থ ছয়কুড়া মোড় থেকে চুপড়িয়া গ্রামের আজিবার রহমান এর পুত্র মোঃ বাপ্পি হোসেন (২৪) এবং মোঃ শওকত হোসেন এর পুত্র মোঃ আমিনুর রহমান (২০) কে আটক করে। এ সশয় তাদের কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।