
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় খাস জমিতে বসবাসকারি জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের ২৪ হতে ২৬ ফেব্রæয়ারী তিনদিন ব্যাপী গরু মোটা তাজাকরণ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় নবদিগন্ত সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নবদিগন্ত সংস্থার হলরুমে এ প্রশিক্ষণের উদ্বাধন করা হয়। নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো.বজলুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুৃর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাক্তন উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো.আফছার আলী। এসময় উপস্থিত ছিলেন নবদিগন্ত সংস্থার কো-অর্ডিনেটর খালিদ হাসান, হিসাবরক্ষক কর্মকর্তা কাকলী বিশ্বাসসহ খাস জমিতে বসবাসকারি জনগোষ্ঠির নারী উদ্যোক্তাগন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীরা সমাজে বোঝা হয়ে থাকতে চাই না। পরিবারের অর্থনীতিকে বেগবান করতে গরু পালন করছে। পরিবার দেখার পাশাপাশি তারা শাক সবজি, টমেটো, লাউ ও কুমড়া চাষে ব্যাপক ভুমিকা রাখছে। তাদের প্রশিক্ষনের মাধ্যমে সফলভাবে গড়ে তুলতে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।