নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় সবজির আবাদ ভালো হয়েছে। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাতক্ষীরার সবজি চাষীরা। তবে সেনাপ্রধানের নির্দেশে কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় করছেন সেনা সদস্যরা। মঙ্গলবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকায় কৃষকদের নিকট থেকে পাঁচ মন সবজি ক্রয় করেন সেনা সদস্যরা।
যশোর সেনানিবাসের সৈনিকদের খাদ্য তালিকার জন্য এ সবজি ক্রয় করা হয়। নায্যমূল্যে মাঠ থেকে সবজি বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সেনাবাহিনীর ক্রয়কৃত সবজির তালিকায় রয়েছে, লাউ, বরবটি, শসা, পটল ও বেগুন।
সেনা সদস্যদের কাছে সবজি বিক্রি করে পাচপাড়া গ্রামের কৃষক ছবেদ আলী জানান, করোনার কারণে আমরা সবজি বাজারে বিক্রি করতে পারছি না। বাজারে লোকসমাগম কম। বাইরের বাজারেও নেওয়া সম্ভব হচ্ছে না। সেনাসদস্যরা মাঠে এসে নায্য দামে সবজি ক্রয় করাতে আমাদের একদিকে যেমন পরিবহন খরচও বেঁচে গেল অন্যদিকে আমরা প্রান্তিক কৃষকরাও মনে সাহস পেলাম। আমাদের ফসল মাঠে নষ্ট হয়ে যাবে না।
যশোর সেনা নিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সেনাপ্রধান স্যারের নির্দেশনায় প্রকৃত কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরা একদিকে যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন অন্যদিকে সৈনিকদেরও সবজির চাহিদা পূরণ হবে। যশোরের সেনা সদস্যদের প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় সেই চাহিদা পূরণ করা হচ্ছে।
তিনি বলেন, নগরঘাটা এলাকায় দ্বিতীয় বারের মত সবজি ক্রয় করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা থেকে আগামী এক মাস এভাবে সবজি ক্রয় করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কৃষকরা যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলত সেজন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।