
আইয়ুব হোসেন রানা: উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যে সকল রোগী ভারতে যান তাদের সুবিধার্থে সাতক্ষীরায় ‘এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল’ কোলকাতার ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সুলতানপুর সমবায় মার্কেটের ৪র্থ তলায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে “লাইফ এন্ড হেল্থ ইনফরমেশন সেন্টার” নামক এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
পরে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) সাতক্ষীরা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রানা দাশ গুপ্ত।
এসময় রানা দাশ গুপ্ত বলেন, আমরা এ এলাকায় এই প্রথম এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতার ইনফরমেশন সেন্টার করছি। এ ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা আপনাদের যত রকমের সহযোগিতা লাগে করবো।
ভিসা এবং অন্যান্য ক্ষেত্রে যদি কাগজ পত্রের সহযোগিতা লাগে সেটা আমরা করে দেবো, কোলকাতায় থাকার ব্যবস্থা যদি কারো না থাকে এমনকি যাতায়াতের ব্যবস্থা যদি লাগে সেটাও আমরা করে দেবো। তিনি বলেন, যদি সম্ভব হয় আমরা এখানে একটা টেলিমেডিসিনের ব্যবস্থা করবো যাতে রোগীদের বার বার কোলকাতায় আপ-ডাউন না করতে হয়।
সিওক হেল্থ কেয়ারের সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতার হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আশফাক আহম্মেদ, কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ মানীষ কুমার জৈন, ক্যানসার সার্জারী বিশেষজ্ঞ ডাঃ সুভদীপ চক্রবর্তী, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সিওক হেল্থ কেয়ারের সিইও (বাংলাদেশ) এমএম মাসুমুজ্জামান, সিওক হেল্থ কেয়ার কোলকাতার হেড অব মার্কেটিং এÐ অপারেশনস্ অমিতাভ ভট্টাচার্য, লাইফ এন্ড হেল্থ ইনফরমেশন সেন্টার, সাতক্ষীরার পরিচালক কাজী ফারুক হাসান। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলু, কলারোয়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক আবু কওসার, আলমগীর হোসেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, হাদীউজ্জামান, বিধান বিশ্বাস, আক্তার হোসেন, আনোয়ার পারভেজ, আব্দুল খালেক, দীনদিপ্তী বিশ্বাস, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, আবুল বাশার, প্রশান্ত ঢালী, জামিলুল বাসার, শফিকুল ইসলাম, আল আমিন হোসেন, অনির্বান সরকার, আব্দুস সাত্তার, আবু হেনা, বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ আবির হোসেন অভি, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় বহুমুখী সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ মাহবুব আলম মিন্টু, মোঃ মিকাইল হোসেন প্রমুখ।