নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে আয়কর’র সারচার্জ প্রদান করেছে করবাহাদুর পরিবারের সেরা করদাতা প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র আয়োজনে আয়কর মেলায় উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র উপ কর কমিশার উজ্জল কুমার সরদারের হাতে চেকের মাধ্যমে ৫৩ হাজার ৩শ’৩৫ টাকার আয়কর’র সারচার্জ প্রদান করেন পরপর তিন বারের জেলার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা। এসময় উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সেরা করদাতা প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।