প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২০, ৯:১০ অপরাহ্ণ
সাতক্ষীরায় আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নারায়নগজ্ঞ থেকে ফিরে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা.জয়ন্ত কুমার।
তিনি বলেন, তার বাড়ি দেবহাটা উপজেলায়। নারায়নগজ্ঞ থেকে ফিরে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, রেজাউল ইসলাম নামের ওই যুবকের ব্যাপারে এখনো বিস্তারিত জানতে পারিনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এ নিয়ে সাতক্ষীরা থেকে পাঠানো নমুনায় দুইজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়লো।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.