
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আরও এক যুবকের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের পুত্র।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, আজ সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে সোহাগের করোন পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত যুবকের বাড়ি লক ডাউন করার প্রস্তুুতি চলছেল বলে জানা গেছে।
উল্লেখ্য, এনিয়ে সাতক্ষীরায় সর্বমোট ৪৬ জনের করোনা সনাক্ত হয়েছে।