সাতনদী ডেস্ক:
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে র্যালী, মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি ও আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের আলোকে সেগুলো তুলে ধরা হলো।
খুলনা: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার খুলনায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শেরে বাংলা রোডে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সরকার নারীদের জন্য নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করেছে।
তাঁদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অধিকার তাদেরই আদায় করে নিতে হবে। নারীর উন্নয়ন মানে দেশ ও সমাজের উন্নয়ন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনের সভাপতিত্বে এই মানববন্ধন ও মহিলা সমাবেশে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, সাকেরা বানু, বলাকা রায়,পারভীন আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নেত্রীরা বক্তৃতা করেন।
আশাশুনি: ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে আশাশুনিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রশিক্ষক শারমিন আক্তার, আফরোজা সুলতানা, বলরাম বিশ্বাস, অফিস সহায়ক আক্তার হোসেন সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছা: "প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার" প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমূল হক-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, সিনিয়ার মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, আমার বাড়ি আমার খামার কর্তকর্তা জয়া রাণী রায়, কাউন্সিলর কবিতা দাস, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু, শিক্ষক প্রণব কুমার বিশ্বাস সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
কলারোয়া: কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’- শীর্ষক স্লোগানে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে ‘প্রচারণামূলক’ নারী সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, প্রদীপ প্রকল্পের গ্রোগ্রাম অফিসার উজ্জল কুমার দাস, ফিল ফ্যাসিলিটেটর শংকর দাস ও সংশ্লিষ্টরাসহ বিপুল সংখ্যক নারী।
তালা:“প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তালা উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন, আলোচনা সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত কুমার ,মহিলঅ বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইচ চেয়ারম্যান মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপাড়ী,প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন,প্রভাষক অচিন্ত সাহা,প্রভাষক সুতপা রাহা টুম্পা, শারি সংস্থা এ্যাডভোকেসী অফিসার শান্তুনু দাশ প্রমুখ।
মানববন্ধনে সুশাসন,নাগরিক অধিকার, সুরক্ষা(সুনাম) কমিটি, উত্তরণ,ভূমিজ ফান্ডেশন,দলিত,মহিলা উন্নয়ন সংস্থা,শহীদ আলী আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়,তালা মহিলা কলেজ সহ শতশত নারী অংশ্রগহণ করেন ।আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা,৩ জয়তি নারীবক সম্মনা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, এখন প্রমাণিত হয়েছে নারীরা সবই পারে। নারীদের সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।’ আজকের দিনে আমাদের সকলকে বৈষম্যহীন এক গড়ার দৃড় প্রত্যয় নিতে হবে, আমরা যেন চলমান উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না যাই, সকলে এক সাথে একটি সমতার সমাজ ব্যবস্থা গড়ে তুলি, এই হোক আমাদের মুজিব শতবর্ষের অঙ্গিকার।