
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতিবিরোধী মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, ডিএফইডির জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, ডিএফইডির এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার প্রমূখ। অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলমেন্ট অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মানুষ সচেতন হলে সমাজের সকল দপ্তর থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।