নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গরীব অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে সোমবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে জেলার সাত উপজেলার গরীব অসহায় ও ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন করেন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট কে.এম. মনিররুল ইসলাম। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুটেন্ট মেহরাব ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবাইদুর রহমান প্রমুখ।