
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালার পল্লীতে এক তরুনীকে ধর্ষণের দায়ে ধর্ষক সোহাগ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে খলিলনগর ইউনিয়নের মহন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার তরুনী (১৬) তালা সদরের জেয়ালা গ্রামের বাসিন্দা। ধর্ষক সোহাগ সরদার (২৫) একই গ্রামের হায়দার সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত (২৯ মে) শুক্রবার সকালে অসুস্থ ওই তরুনীকে বাড়িতে রেখে কৃষি কাজের জন্য জমিতে যায় মা-বাবা। বেলা ১২টার দিকে পাশ্ববর্তী সোহাগ সরদার ঘরে ঢুকে তরুণীকে ধর্ষন করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসলে লম্পট সোহাগ পালিয়ে যায়।
এ ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় শনিবার ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামী ধর্ষক সোহাগ সরদারকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।