নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৬ ফেব্রæয়ারি) বেলা ১২টায় সুলতানপুর ৪নং ওয়ার্ড কাউন্সিলর’ অফিসের সামনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী ফরিদা ইয়াসমিন শিল্পী, মিকাইল হোসেন, শেখ পলাশ, শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ৩শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অন্যদিকে রবিবার (৬ ফেব্রæয়ারি) বিকালে বাঁদশাহ ফয়সাল মসজিদের সামনে সুলতানপুর সরদার পাড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও বাঁদশাহ ফয়সাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু।
এসময় উপস্থিত ছিলেন বাঁদশাহ ফয়সাল মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মো. আরাফাত, সুজন, রাজীব ও ই¯্রাফিল প্রমুখ। এসময় বাঁদশাহ ফয়সাল মসজিদের সামনে সুলতানপুর সরদার পাড়ার শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সুবিধাভোগি শীতার্ত মানুষ শীতবস্ত্র কম্বল পেয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়ি ফিরে যায়।