
জিয়াউর রহমান শ্যামনগর থেকে; সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে আহরণকৃত ৬৩০ কেজি কাঁকড়া জব্দ করেছেন কাটেশ্বরী টহল ফাঁড়ির সদস্যরা। বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে ট্রলার সহ ৬৩০ কেজি কাঁকড়া জব্দ করে। এসময় ট্রলার চালক উপজেলার চকবারা গ্রামের ইয়াকুব আলী (৪৫) কে আটক করে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কঁাকড়া আহরণ করায় ১টি ট্রলার, ৬৩০ কেজি কঁাকড়া সহ ট্রলার চালককে আটক করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। ট্রলার চালককে আলামত সহ সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।