
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অতি বর্ষণের ফলে সাতক্ষীরা পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের জজ কোর্টের পিছনে সবুজবাগ, কামালনগর ,গোলাপবাগ সহ ওয়ার্ডের প্রায় সমস্ত এলাকা পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার ঘরবন্দী হয়ে আছে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ঘর থেকে বের হয়ে যেতে পারছে না তাদের স্কুল কলেজে। বিগত কয়েক বছরে এই ওয়ার্ডের কোথাও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট , ইত্যাদি পরিকল্পিতভাবে তৈরীর কোন উদ্যোগ ও গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা । আর এই কারনে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়তে হয় এই ওয়ার্ডের সাধারণ জনগণের । পানিবন্দী উল্লেখিত এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বললে তারা বলেন এই এলাকায় বিগত দিনে যারা নির্বাচিত দায়িত্বে ছিলেন তারা কখনো কোনদিন এই জলবদ্ধতা নিরসনের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেননি। তারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়িয়েছে আর পৌরসভা থেকে মাসে মাসে বেতন তুলে খেয়েছে ।নির্বাচন আসলে জনগণের কাছে এসে তারা কথার ফুলঝুরি ফুটিয়েছে আর মিথ্যা আশ্বাস দিয়েছে। এবার আমরা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করব যারা আমাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করবে এবং আমাদের পাশে থাকবে। উল্লেখিত এলাকার পানিবন্দী জনগণ অত্যন্ত দুঃখের সাথে আরো বলেন আমরা ভুল করেছিলাম অযোগ্য মানুষের মিথ্যা আশ্বাসের ডুবে ,তাই প্রকৃত যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা বাছাই করতে পারিনি । জলাবদ্ধতার কারণে পানিবন্দী মানুষের মধ্যে চুলকানি, ডায়রিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে । বিষাক্ত সাপসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব ও মানুষ ঘর থেকে অনেক খেটে খাওয়া মানুষ বেড়ে গেছে । অনেক খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না তারা তাদের জীবিকা নির্বাহের জন্য । চরম দুর্ভোগের মধ্যে দিনোতিপাত করছে এই পৌরসভা দিন ৮ নম্বর ওয়ার্ডের মানুষেরা । জনগণের দুর্বিষহ জীবন যাপনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ ও দেখা যাচ্ছে না । দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এলাকাবাসীর দুর্বিষহ জীবন যাপনের হাত থেকে রেহাই দেওয়ার জন্য উল্লেখিত এলাকার এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, গোলাপ জামে মসজিদের সভাপতি মোঃ ইসমাইল হোসেন জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত সরাসরি তার হাতে জমা দেন। এবং তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন ।