জিয়াউর রহমান: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতের আঘাতে জয়ন্ত কুমার রায় (৪৫) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়কুপট গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তেজেন্দ্র নাথ রায়ের পুত্র। পারিবারিক সূত্রমতে দুপুরের দিকে বৃষ্টির সময় বাড়ির পাশে রাস্তায় হাটতে বের হয়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।