নিজস্ব প্রতিবেদক:
ভোমরা স্থল বন্দরের আইসিপি গেট ভেঙে মদ্যপ অবস্তায় পিকআপ ভ্যান চালিয়ে বাংলাদেশে অনু প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি । শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা জেলার ভোমরাস্থল বন্দর সীমান্ত থেকে পিকআপ ভ্যান সহ তাদের আটক করা হয়।এই ঘটনায় বিজিবি -বিএস এফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতকা বৈঠকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিউত্তরে বিএস এফ এর ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবিন কুমার দুঃখপ্রকাশ করেছেন। ধৃত ভারতীয় নাগরিকরা হলেন, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের সুরজ্ঞন সরকারের ছেলে প্রকাশ সরকার ও বিধু সরকারের ছেলে দিলু সরকার। সাতক্ষীরা -৩৩বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান , ঘটনার দিন রাতে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে ধৃত দুই ভারতীয় নাগরিক বি এস এফ ও বিজিবির আইসিপির গেট , ক্রসিং গেট, তিনটি রোর্ড ডিভাডার, বাশঁকল চেকপোস্টের গেট ভেঙে বাংলাদেশের অভ্যান্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি সদস্যরা ভারতীয় পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটক করে সদর দপ্তরে নিয়ে আসে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দ্বায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।