মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার ১১ নভেম্বর, সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি - মাসিক সভা। পাশাপাশি, এইদিন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 'মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার'-এর শুভ উদ্বোধন করা হয়।
আশ্বাস প্রকল্প, রূপান্তরের সহযোগিতায় ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। সভার মূল উদ্দেশ্য ছিল পাচার থেকে পালিয়ে আসা পুরুষ ও মহিলাদের জন্য সচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আলাউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোঃ আলকাজ, সিটিআইপি সদস্য আল-আমীন ও রাব্বি হাসান, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায় এবং সিএফ মোঃ মাহাবুবুর রহমান আকন্দ, ইউপি সদস্যবৃন্দ, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম বলেন "বিদেশে যাত্রা করার আগে, বৈধতা নিশ্চিত করা আপনার প্রথম ও প্রধান দায়িত্ব।"তিনি বৈধ পাসপোর্ট করার বিষয়টি মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে তথ্য অফিসে জানানোর জন্য পরামর্শ দেন। একইসাথে, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীকেও বিদেশ যাত্রার কথা অবগত করার গুরুত্ব তুলে ধরেন। জেলা তথ্য কর্মকর্তা আরও যোগ করেন, "যাওয়ার আগে আপনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড) অনুলিপি অবশ্যই ইউনিয়ন পরিষদে জমা দিয়ে যাবেন। এটি আপনার নিরাপত্তা নিশ্চিত করে।"
তিনি উল্লেখ করেন, এতে করে যেকোনো প্রয়োজনে দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল নিয়মকানুন মেনে চললে বিদেশ যাত্রা হবে সুগম ও নিরাপদ।
এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার’ উদ্বোধন করেন। এই কর্ণারের মাধ্যমে প্রতি সোমবার প্রবাসী কল্যাণ ডেক্স থেকে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
তথ্য কর্ণারের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন উদ্যোক্তা ও সিটিসি সদস্য মোঃ রজব আলী (শাওন) এবং সহকারী উদ্যোক্তা ও সিটিআইপি সদস্য মোঃ রাব্বী হাসান। এই তথ্য কর্ণারটি ইউনিয়নবাসীর নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।