
সাতনদী ডেস্ক: সাতক্ষীরার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের বিভিন্ন প্রতিনিধি/ সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের খবর তুলে ধরা হলো।
সাতক্ষীরা জেলা প্রশাসন:
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজনসহ জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদনের পরে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরায় জেলা পরিষদ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ০৯টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মতিউর রহমান, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।
এমপি রবি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু করেন। এসময় এমপি রবি এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি:
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে বাদ আসর চেম্বার ভবনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক শেখ কামরুল হক চঞ্চল, মো. মশিউর রহমান সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মদ । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা আহছানিয়া মিশন: সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় প্রতিষ্ঠানের হলরুমে অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি হিসেবে জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম, মো. নাছির উদ্দীন, মো. মোমিন আলী, শহিদুল্লাহ, মেহেরুন্নাহার, মো. আব্দুল করিম, মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা:
১৫ আগষ্ট শনিবার সকাল ১০-৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ নাসেরুল হক। আরোও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ রফিকুর রহমান লাল্টু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান, সাইদুর রহমান শাহীন, আল আমিন কবির চৌধুরী ডেভিড, রাশেদুজ্জামান সুমন সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম জনাব মোঃ শহিদুল ইসলাম।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) জুলফিকার আব্দুল্লাহ, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) সামিমা ইসমত আরা, সহকারি শিক্ষক রীনা রাণী নন্দী, মো. রবিউল ইসলাম, বাবুল আকতার, মো. মমতাজ হোসেন, মামুনর রশিদ, আবু সাঈদ, সফিউল ইসলাম, মো. আমিনুর রহমান, মো. হাবিবুল্লাহ প্রমুখ। সকালে খুলনা রোড মোড়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১০/১২ জন হাফেজ কোরআন খতম করেন।
সাতক্ষীরা নবজীবন:
নবজীবন এর উদ্যোগে গতকাল ১৫ আগষ্ট ২০২০ জাতীয় শোক দিবস পালন করা হয়। সকালে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০.০০ টায় মূল আলোচনা অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজীবন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, আমার দেখা নয়াচীন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থ উপহার হিসাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের হিসাব সহকারী মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক অতনু বোষ, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আরএস বিভাগীয় প্রধান সুমন রেজা, প্রজেক্ট ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, মাইক্রোফাইন্যান্স এর শাখা অফিসের হিসাবরক্ষক ডিএম কামরুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান, নবজীবন মেডিকেল ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান ডঃ আমিনূল কবীর, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকরউদ্দীন আলী আহম্মদ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান বাচ্চু মুন্সি।