নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এন আই যুব ফাউন্ডেশন ব্যাংদহা বাজার শাখার উদ্যোগে এবং ব্যাংদহা গ্রামের কৃতি সন্তান ডা. অরুণ কুমার দাশ ও তাহার সহধর্মিনী ভীমলা দাশ এর সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্প দিনভর অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য আসা রুগিদের চিকিৎসাসেবা দেন ব্যাংদহা গ্রামের কৃতি সন্তান ডা. অরুন কুমার দাশ, এমবিবিএস (কোলকাতা) ডিআর সিওজি ( লন্ডন) এমএফএফএ; তার কন্যা ডা. রিতা দাশ, এমবিবিএস এইচবি, ডিআরসিও জি( লন্ডন); ডাঃ দীপয়েন ঢালী, এমবিবিএস, এমএস (সার্জারি) ঢাকা, সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ) খুলনা, তন্ময় কুমার ঢালী, এমবিবিএস (ঢাকা) মেডিকেল অফিসার (চক্ষু) আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল নলতা সাতক্ষীরা; ডাঃ অধীশ ব্যানার্জী, এমবিবিএস পিজিটি (ইএনটি) সি এম ইউ (আল্ট্রা) এইচ এমও (নাক, কান ও গলা বিভাগ ) মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা, এমবিবিএস প্রাক্তন অধ্যক্ষ মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ( ম্যাটস) সাতক্ষীরা বিশেষ প্রশিক্ষণ জেনারেল সার্জারী এ্যানেসথেসিওলজী ডাঃ অরুণ কুমার ব্যানার্জী।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য, ফিংড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামসুর রহমান, বাবু রাজেশ্বর দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রচার সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদস্য মোঃ সেলিম রেজা, এন আই যুব ফাউন্ডেশন ব্যাংদহা বাজার শাখার সাধারণ সম্পাদক অজয় দাশ, ফিংড়ি ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক আজমীর হোসেন বাবু প্রমুখ।