আকবর হোসেন,তালা: সাতক্ষীরারা তালায় করোনা পজেটিভ নিয়ে মারা গেছেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন(৫৮)। তিনি সোমবার(১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করেন (ইন্না লিল্লাহে অ-ইন্নাইলাহে রাজেউন)।
তার স্বামি অবঃ ইপিআই টেকিনিশিয়ান মোঃ ইউসুফ আলী। তিনি তালা হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের বাড়ী বরিশালের পিরোজপুর জেলায়। তবে তালা হাসপাতালের পাশে জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করে থাকেন। মৃত্যু নার্স মর্জিনা খাতুন এর স্বামী মোঃ ইউসুফ আলীও করোনা পজেটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালো ভর্তি আছেন।
নার্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহা ফেরদৌস। তিনি তালা হাসপাতালের পক্ষ থেকে নার্স মর্জিনার বিদেহী আত্মার,মাগফেরাত কামনা করেছেন এবং অবঃ ইপিআই টেকিনিশিয়ান ইউসুফ আলীর আশু রোগমুক্তি কামনা করেছেন।