মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান
আব্দুর রহমান: ‘দেশজুড়ে পানি উন্নয়ন বোর্ডে প্রায় এক’শ মেগা প্রকল্পের কাজ চলছে। এসব মেগা প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। সাতক্ষীরার চলমান প্রকল্পের কাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেতনা, মরিচ্চাপ ও পাখিমারা বিলে জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘সাতক্ষীরা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশকে। বাংলাদেশ একটি ব-দ্বীপ। এই ব-দ্বীপকে ঘিরে প্রধানমন্ত্রী ডেল্টা প্লান তৈরি করেছেন। আগামীতে এ দেশের নদী ব্যবস্থাপনা বিশ্বে মডেল হবে। দেশে ৯৬ টি মেগা প্রকল্প চলছে। এরমধ্যে সাতক্ষীরাতেই ৩টি এবং একটির আংশিক। অবৈধভাবে ইজারা দেয়া জলমহালের বিষয়ে তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে কথা বলতে হবে। তালার বন্ধ হওয়া টিআরএন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এছাড়াও তিনি যথাযথ নদী ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম বৃদ্ধি, যথাযথ পদ্ধতিতে নদ/ খাল খনন নিশ্চিত করা, জলাবদ্ধতা সৃষ্টি করে এমন সুইচগেট/বাঁধ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, মৎস্য চাষ ও কৃষি চাষের জমি চিহ্নিত করে পৃথক জোন করার পরিকল্পনা গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কৃষি বিভাগ কর্তৃক নির্ধারিত ৫০টি স্লুইস গেট/ কালভার্ট দ্রুত মেরামতের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষি জমির আওতা বৃদ্ধি করতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিভাগের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার মো. সফিউদ্দিন, খুলনা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার পীযূষ কৃষ্ণ কুন্ডু, ও সচিবের একান্ত সচিব মো. শাজাহান আলী প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ পরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রধানবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন প্রমুখ।