
নিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় পিআইবির হল রুমে শুরু হওয়া এ কর্মশালা বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাতক্ষীরা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকারি প্রশাসনের ভূমিকা, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন রিপোর্টিং পদ্ধতি, নির্বাচন আইন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ভুয়া তথ্য যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণদেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল।
দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক, সাঈদুর রহমান, পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা ভিশন, বাসস ও টাইমস অব বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ,
ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন,এখন টিভির আহসান রাজিব, গ্রীন টিভির মীর খায়রুল আলম, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধুসহ মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

