নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়।
তুহিন হোসেন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সদর উপজেলার কুশখালি গ্রামের বাসিন্দা।
কুশখালী বিওপি কমান্ডার আলী আসগর জানান, তুহিন হোসেন ভারত থেকে গাঁজা এনে সীমান্তবর্তী কুশখালি মাঠ এলাকা দিয়ে হেটে আসছিলেন। এসময় বিজিবি’র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি’র টহল দল তার পিছু নিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করে। তুহিন হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান আলী আসগর।
সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পূর্ববর্তী পোস্ট