নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কাশেম মটরস্ থেকে হিরো এক্সট্রিম এর ডেলিভারি শুরু হয়েছে। বাংলাদেশের বাইকারদের পছন্দের মোটরবাইক প্রেমীদের কাছে ডেলিভারী শুরু করেছেন হিরোর অথরাইজড ডিলার কাশেম মটরস্।
গত ১৮ নভেম্বর (সোমবার) হিরোর কাস্টমারদের সাথে নিয়ে কেক কেটে হিরো এক্সট্রিম ডেলিভারী শুরু করে কাশেম মটরস্।
কাশেম মটরস্’র ম্যানেজার মো. রাজু সিদ্দীকি জানান, আমরা বাইক প্রেমীদের পছন্দের বাইক হিরো এক্সট্রিম ডেলিভারি শুরু করেছি। বাইক লন্স হওয়ার পর থেকে আমাদের কাশেম মটরস্ শোরুমে সর্বমোট ৭৫ বাইক বুকিং পেয়েছি। তার মধ্যে ডেলিভারীর তারিখ অনুযায়ী প্রতিদিন ডেলিভারী করছি। বাইকটি প্রি-বুকিং এর মাধ্যমে আমাদের শোরুমে থেকে ক্রেতারা বাইকটি ক্রয় করতে পারবে।
তিনি আরও জানান, বর্তমানে বাইকটির তিনটি কালার পাওয়া যাচ্ছে।
বাইক ডেলিভারি নিতে আসা এক ক্রেতা জানান, আমি বাইক লন্স হওয়ার পর কালো কালার বাইক বুকিং দিয়েছিলাম আজ সেটি ডেলিভারি পেয়েছি।
আরেক ক্রেতা জানান, আমি লাল সাদা বাইকটি বুকিং করেছিলাম আমি গতকাল বাইকটি ডেলিভারী পেয়েছি।
সাতক্ষীরা থেকে যেকোন ব্যাক্তি নিতে পারবেন এই ঠিকানায়-শোরুমের ঠিকানা: সংগ্রাম টাওয়ারের পাশে,ইন্ডিয়ান ভিসা অফিসের নিচে, কুখরালিমোড় কালীগঞ্জ রোড সাতক্ষীরা। মোবাইল: ০১৩১৪-৫৪৩৭৭০, ০১৩১৪-৫৪৩৭৭১