প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরার কাথুন্ডা বাজারে অবৈধ ক্লিনিকে অভিযান, ১ জনের কারাদন্ড
আহাদুর রহমান: সাতক্ষীরা সদরের কাথুন্ডা বাজারে অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে কারাদন্ড দেয়া হয়েছে। দেশব্যাপী চলা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধভাবে ক্লিনিক পরিচালনা, ডাক্তারি সার্টিফিকেট না থাকা, অননুমোদিতভাবে আল্ট্রাসনোগ্রাফি করা, অস্বাস্থ্যকর পরিবেশে ডেলিভারি করাসহ নানা অপরাধে দীপা চাকমা নামের ভুয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ জয়ন্ত সরকার প্রসিকিউট হিসাবে সহায়তা করেন এবং জেলা পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.